কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রথম মাস কেটেছে সংস্কারে

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর তার নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

নতুন সরকারের দায়িত্বগ্রহণের আজ এক মাস পূর্ণ হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সংস্কার করছেন নতুন সরকার। রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি পুনর্গঠনে জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা। অনেকে আবার গ্রেপ্তারও করা হয়েছে। দলীয় নেতারা ও সরকারঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আমলারাও গা-ঢাকা দেন। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা-ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। কর্তৃত্বপরায়ণ হাসিনা সরকারের নৃশংস দমন-পীড়নে প্রাণ হারায় শিশু-কিশোর-শিক্ষার্থী-নারীসহ হাজারো মুক্তিকামী মানুষ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জনতার এ বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন আন্দোলনকারীরা।

পাঠকের মতামত: