কক্সবাজার, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ইয়াবা কারবারি বদির ক্যাশিয়ার উখিয়ার সালাউদ্দিন আটক

ইয়াবা কারবারে বিতর্কিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাউদ্দিনকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র‍্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।

উল্লেখ্য, সালাহউদ্দিন কোটি টাকা খরচ করে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচত হয়৷ পরে তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছেন৷ তিনি রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিনিয়ে নেন লাখ টাকা ঘুষ দিয়ে৷

পাঠকের মতামত: