কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মাদ শাহীন ইমরান।
শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন তিনি। এ সময় দোয়া মোনাজাতে অংশ নেন। পরে ফুল দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।
ফলক উন্মোচন ও বঙ্গবন্ধুর ম্যুরাল শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজীব, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি বড়ুয়া, সকল ইউপি সদস্য- সদস্যাগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল গ্রাম পুলিশ বৃন্দ।
পাঠকের মতামত: