কক্সবাজার, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

উখিয়ায় বন বিভাগের অভিযান মাটিভর্তি ডাম্পার জব্দ

নিজস্ব প্রতিবেদক, উখিয়া::

কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদস্যরা। এ সময় সংরক্ষিত বনভূমির পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক আটক করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা নামক এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে থাইংখালী বিটের রিজার্ভ বন ভূমিতে পাহাড় খেকোরা বনের ভেতর থেকে মাটি কেটে ডাম্পার যোগে বিক্রয় করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি বুঝতে পেরে ডাম্পার টি রেখে পাহাড় খেকোরা পালিয়ে যায়।

তিনি বলেন, বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আসামিদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে পি. ও. আর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ডাম্পার ট্রাকটি কক্সবাজার ডিভিশনে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পাহাড় ও ভূমিতে অবৈধভাবে ডাম্পার চলাচল রোধে এবং পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাস্থলে বনবিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে। যেন কোন ধরনের বনসম্পদ বা প্রাকৃতিক সম্পদ নষ্ট করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, এমদাদুল হাসান রনি, আরাফাত হোসেন সহ একদল বন বিভাগের সদস্যরা।

পাঠকের মতামত: