কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

উখিয়ায় সাগরের জেলের ভাসমান মরদেহ উদ্ধার

উখিয়া সমুদ্র উপকূলে হেলাল উদ্দিন (২৫) নামক এক জেলের  মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে।  উপজেলার ছোঁয়ান খালী সমুদ্র এলাকায় এক জেলের মরদেহ বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর সকালে জালিয়া পালং ইউনিয়নের ছোঁয়াম খালী সমুদ্র উপকূলে লাশটি ভেসে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্হানীয়  জেলেরা ঘোরাঘুরি করার সময় মরদেহটি দেখতে পান। এ সময় মরদেহের পরিচয় জানতে এলাকায় খবর দিলে তার স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করেন। নিহত হেলাল উদ্দীন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
গ্রামবাসীরা  জানান, বুধবার ভোরে হলবনিয়াঘাট থেকে নৌকাযোগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গেলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য জেলেরা সাঁতরিয়ে কুলে উঠতে পারলেও হেলাল স্রোতের টানে সাগরে ভেসে যান। পরে স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে  ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শাহজাহান  জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত: