কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

উখিয়ার এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী ক্রাইম জোন পালংখালীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২০ নভেম্বর) ভোররাতে কক্সবাজার ৩৫ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির টহলদল ফারির বিল এলাকায় এই অভিযান পরিচালনা করে।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী অভিযানের সত্যটা নিশ্চিত করে বলেন, মিয়ানমার হতে একটি বিশাল ইয়াবার চালান বাংলাদেশ আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা । অভিযান টের পাচারকারীরা পালিয়ে যায় । ওই সময় বিজিবি টহলদল পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। মাদক কারবারীকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির সুবেদার।

পাঠকের মতামত: