নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ মানবাধিকার বিষয়ক দূত এলিনর স্যান্ডার্সের নেতৃত্বে ৫ সদস্য প্রতিনিধি দল৷
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) সকালে উখিয়ার ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ব্রিটিশ সরকারের সহায়তার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন৷
পাঁচ সদস্য প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, যুক্তরাজ্যের মানবাধিকার হাই কমিশনার এলিনর স্যান্ডার্স নেতৃত্বে ব্রিটিশ হাই কমিশনারের সহকারী একান্ত সচিব মিলি টেট, ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক দ্বিতীয় সচিব ভেনেসা বিউমন্ট, ব্রিটিশ হাই কমিশনারের মানবিক উপদেষ্টা কৃষ্ণান নায়ার, ব্রিটিশ হাই কমিশনারের মানবিক দলের প্রোগ্রাম ম্যানেজার মেরিলিন মৃধা।
আরআরআরসি সূত্রে জানাজায়, ব্রিটিশ সরকারের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পে খাবার বিতরণ, নারী স্বাস্থ্য, শিক্ষা এবং এলপিজি বিতরণের কর্মসূচি পরিদর্শন করেন এবং সাধারণ রোহিঙ্গা ও ক্যাম্প মাঝিদের সঙ্গে কথা বলেন৷
এসময় উপস্থিত ছিলেন, আরআরআরসি প্রতিনিধি, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও সিআইসি প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি সহ প্রমুখ৷
পাঠকের মতামত: