বিশেষ প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং অবৈধ ডাম্পার মালিক সমিতির সভাপতি ও শীর্ষ পাহাড় কেখো মনসানু৷
সরকারি বনভুমির পাহাড় কাটায় নিয়োজিত ডাম্পার মালিকরা বন বিভাগকে সাপ্তাহিক ও মাসিক মাসোহারা দিয়ে পাহাড় কেটে মাটি পাচার করে করছেন৷ মনসানুর রয়েছে ৪টি অবৈধ ডাম্পার যা সংশ্লিষ্ট দপ্তরকে মাসোয়ারা দিয়ে এসব গাড়ি চালানো হয়৷ তার অবৈধ ডাম্পার গাড়িগুলে বেশিরভাগ সময় রাতে চলাচল করে থাকেন৷
তাছাড়াও সড়ক উন্নয়ন কাজে সরকারি বনভুমির পাহাড় কেটে মাটি দেওয়ার কথাটি সিডিউলে লেখা আছে বলে সে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।
পাঠকের মতামত: