কক্সবাজার, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

উখিয়ায় গুলজার বেগম চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন

উখিয়া বার্তা ডেস্ক::

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গুলজার বেগম চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) রাজাপালং ইউনিয়নের শীলের ছড়া এলাকায় বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গুলজার বেগম চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার এবং উপজেলা প্রকৌশলী রোকনুজ্জমান খান৷ এসময় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ঠিকাদার মুফিজ মিয়া৷

উক্ত বার্ষিক বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইযুব আলী, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহদাত হোসেন আখন্দ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, উখিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি একরামুল হক, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, রুমখা পালং হাতির ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন, আঞ্জিবনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, আওয়ামী লীগ নেতা কন্ট্রাক্টর ফরিদুল আলম, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ তহিদুল আলম ও সহকারি শিক্ষক মোহাম্মদ সাঈদী, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইসমাইল, থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহব উদ্দিন, আলীমুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, রাজাপালং ইউপি সচিব মৃণাল বড়ুয়া, রাজাপালং ইউপি সদস্য প্রমুখ।

পাঠকের মতামত: