কক্সবাজার, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

উখিয়ায় চুরি করে পালিয়ে যাওয়ার পথে বাধা দেওয়া  কৃষককে ছুরিকাঘাত

বার্তা পরিবেশক :

কক্সবাজারের উখিয়া জালিয়াপালং রূপপতি এলাকায় চুরি করে পালিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সেলিম উদ্দিন, নেজাম উদ্দিন, ইমরান, ইসমাইল, আব্দুল মাবুদ, আব্দুল মজিদ, রিজিয়া খাতুন এর বিরুদ্ধে।

শনিবার দুপুরে জালিয়াপালং এর রুপপতি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি একই এলাকার কৃষক আবুল হোসেন তাঁর বাড়ি প্রায় সময় বসত ঘর তালাবদ্ধ করে খামারে কাজ করতে যায়। আর সে সুযোগে সেলিম উদ্দিন, নেজাম উদ্দিন, ইমরান, ইসমাইল, আব্দুল মাবুদ, আব্দুল মজিদ, রিজিয়া খাতুনসহ বেশ কয়েকজন সংবদ্ধভাবে গিয়ে সুপারি এবং
এবং ঘরের মুল্যবান মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায়  অতর্কিতভাবে  মারধর করে। এ বিষয়ে এলাকার গন্যমান্য লোকজনের কাছে বিচার দায়ের করলে বিচার মানে নাই। এরপর প্রতিনিয়ত  হুমকি ধমকি দিচ্ছিলো।

শনিবার দুপুরে আবারও তাঁরা পরিকল্পিতভাবে বসতঘরের দরজা ভেঙে ৪০,০০০/- টাকা, ব্যবহারের ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের  ১ তরি ৮ আনা ওজনের স্বর্ণের অলংকার ও আরো মালামাল লুট করে নিয়ে যাচ্ছিলো এসময় আবুল হোসেন এর হাতে নাতে ধরা পড়ে।  এরপর সেলিম উদ্দিন কৌশলে  হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করে লাঠি দিয়ে   মারধর করে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পাঠকের মতামত: