কক্সবাজার, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

উখিয়ায় র‌্যাবের অভিযানে আরসার এক সদস্য গ্রেফতার

কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে আরসার (ARSA) একজন সদস্য আনোয়ার শাহকে (২৯) অস্ত্রসহ গ্রেফতার র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোররাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-৭ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারী আরসার একজন সদস্যকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে ধৃত ব্যক্তির নিকট থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় উখিয়া কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের এফ-ব্লকের নুর মোহাম্মদের আনোয়ার শাহ (২৯) বলে জানা যায়।

পাঠকের মতামত: