কক্সবাজার, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

উখিয়ায় লুলু মরজান হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

উখিয়ার পালংখালী এলাকার লুলু আল মরজান হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ মে) রাতে চট্রগ্রামের লোহাগাড়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৬০) ও তার ছেলে মো. সেলিম(২১)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, আটককৃত দুইজন এজাহার নামীয় আসামি।

গত বৃহস্পতিবার রাতে উখিয়ার পালংখালীর পশ্চিম পাড়া এলাকায় লুলু আল মরজানকে জবাই করে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত লুলু মরজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার স্ত্রী।

পাঠকের মতামত: