কক্সবাজার, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

উখিয়ায় সার্চ মানবাধিকার সোসাইটির ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় সার্চ মানবাধিকার সোসাইটির উদ্যোগে পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৫টায় টেকনিক্যাল স্কুল হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়৷

এসময় সার্চ মানবাধিকার সোসাইটির উখিয়া উপজেলা শাখার সভাপতি এসএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে মোহাম্মদ ইব্রাহিম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সার্চ মানবাধিকার সোসাইটির কক্সবাজার জেলা শাখার সভাপতি আলী মুন্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, সাবেক সহ-সভাপতি আনোয়ার সিকদার সহ উখিয়া উপজেলার নেতৃবৃন্দ৷

এর আগে উখিয়া উপজেলা শাখার পরিচিত সভা ও কার্ড বিতরণ করে সার্চ মানবাধিকার সোসাইটির কক্সবাজার জেলার সভাপতি আলী মুন্না৷ শুরুতে কুরআন তেলাওয়াত করেন অত্র সংগঠনের সহ-সভাপতি শহিদুল ইসলাম, পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান৷

পাঠকের মতামত: