কক্সবাজার, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩।

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ স্লোগানকে সামনে রেখে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানুষকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার‌্যালয়ের শহিদ এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, , ‘এডিস মশা এবং ডেঙ্গু রোগ দুটি সারাদেশে সমানভাবে ছড়িয়েছে। তাই এর প্রতিরোধ করতে হলে এডিস মশার বংশবিস্তার রোধে এর প্রজনন স্থানগুলো নষ্ট করে দিতে হবে। এ বিষয়ে সকলের সচেতন হওয়া খুবই জরুরী।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত জেলা প্রশাসক) নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন বিপাশ খীশা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সারোয়ার সালাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছিরউদ্দীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী ৬৪ জেলায় ১৮ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী একযোগে সপ্তাহব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করছে।

পাঠকের মতামত: