কক্সবাজার, শনিবার, ২০ জুলাই ২০২৪

কক্সবাজারে ভোট দিয়েছে ৩৯.২০ শতাংশ ভোটার

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলো ১৬ লাখ ৫০ হাজার ৯৬০ জন। যার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেছে ৬ লাখ ২০ হাজার ৬০৯ জন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা গেছে ভোট পড়েছে প্রায় ৩৯.২০ শতাংশ।
এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ১১ হাজার ২২২ টি।

প্রাপ্ত তথ্যে অনুযায়ী, কক্সবাজার -১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভোটার ছিলো ৪ লাখ ৮৬ হাজার ২৫২ টি। ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ৬১৩ টি। বৈধ ভোট ১ লাখ ৩৭ হাজার ২৭৬ টি আর বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৩৩৭ টি। শতকরা হিসেবে এখানে ভোট পড়েছে মোট ভোটের ২৮.৯২ শতাংশ। এই আসনে ৩ টি কেন্দ্রের ফল স্থগিত আছে। যাতে ভোটার সংখ্যা ৯ হাজার ৮০ জন।

কক্সবাজার -২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৪৮ হাজার ১২৭ টি। ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৬৮ টি। বৈধ ভোট ১ লাখ ৩৪ হাজার ৩৬ টি আর বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৫৪২ টি। শতকরা হিসেবে এখানে ভোট পড়েছে মোট ভোটের ৩৮.৯৪ শতাংশ।

কক্সবাজার -৩ (সদর- রামু- ঈদগাঁও) আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৮৯ হাজার ৬১০ টি। ভোট পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৫০৭ টি। বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ১১৭ টি আর বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৩৯০ টি। শতকরা হিসেবে এখানে ভোট পড়েছে মোট ভোটের ৩৯.৯৩ শতাংশ।

কক্সবাজার -৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ২৬ হাজার ৯৭১ টি। ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৩ টি। বৈধ ভোট ১ লাখ ৫৭ হাজার ১৯০ টি আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৯৫৩ টি। শতকরা হিসেবে এখানে ভোট পড়েছে মোট ভোটের ৪৮.৯৮ শতাংশ।

৪ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে উখিয়া টেকনাফের কক্সবাজার -৪ আসনে। কম ভোট পড়েছে চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১।

পাঠকের মতামত: