প্রকাশ:
২০২৪-০৯-০৬ ১৫:০৬:৪৪
আপডেট:২০২৪-০৯-০৬ ১৫:০৬:৪৪
কক্সবাজার সদরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও এক আওয়ামী লীগকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে সদরের পিএমখালি ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে।
জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড এর ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও বিজিবি এর সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নে অস্ত্র উদ্ধারের জন্য দুটি বাড়ি ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘণ্টা পরিচালিত এ অভিযানে উক্ত টিমের বিচক্ষণতা এবং সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের কারণে উক্ত স্থান হতে কোন সন্ত্রাসী পালাতে ব্যর্থ হয়। অতঃপর বাড়ি দুটি তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ দেশি এবং বিদেশী অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।
তল্লাশিকৃত বাড়ি দুটি হতে ৩টি এক নলা বন্দুক, ২টি এলজি, ২টি ৯-এমএম পিস্তল, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, ৫টি দা, ১টি চেইন, ১টি চাইনিজ কুড়াল ও ২টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল হতে অস্ত্রের সাথে সম্পৃক্ত ৮ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক আসামিরা হলেন- কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) এবং আব্দুল আজিজ (২৫)।
এছাড়াও জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে আটক ব্যক্তিরা বিগত কয়েক বছর ধরে তাদের নিজ এবং আশেপাশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যৌথ বাহিনীর এই অস্ত্র উদ্ধার অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উক্ত অস্ত্র উদ্ধার অভিযানে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পূজামণ্ডপে উপহার
- শ্রমিকরাই হচ্ছে উন্নয়নের কারিগর-উখিয়ায় আ.ন.ম শামসুল ইসলাম
- কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের লাশ উদ্ধার
- রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন চান ড. ইউনূস
- ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু
- সীমান্তের কাছাকাছি এই ধরনের গুলিবর্ষণ কোনোভাবেই কাম্য নয়
- কক্সবাজারে সাবেক হুইপসহ আ. লীগের ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
- ৬৩৪ যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছেছে স্পেশাল ট্রেন
- পূজামণ্ডপে সংগীত পরিবেশন নিয়ে বিতর্ক, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস ডিসির
- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে উৎসবমুখর পরিবেশে মহাসপ্তমী উদযাপিত
- উখিয়ায় বাড়ছে অপরাধ, দৃশ্যমান পদক্ষেপ নেই প্রশাসনের
- উখিয়ায় দুই এনজিও কর্মীর মরদেহ উদ্ধার!
- উখিয়ায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও পরিবারের উপর হামলা এবং মারধরের অভিযোগ
- উখিয়ায় সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩
- দুর্যোগপূর্ণ আবহাওয়া কক্সবাজারে ৭ শতাধিক ট্রলার ঘাটে
- টেকনাফে প্রসাধনীর দোকান থেকে ইয়াবা উদ্ধার
- টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি, নতুন নোট নকশার প্রস্তাব
- কলাতলী সৈকতে ভেসে এলো সামুদ্রিক সাপ
- রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস
- চকরিয়ায় ট্রাক্টরের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
- টেকনাফে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার
- সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরীর প্রধান সহযোগী মুছা কক্সবাজারে গ্রেপ্তার
পাঠকের মতামত: