কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে রোবটিক্স সেমিনার: উদ্ভাবনের নতুন দিগন্ত

টপার প্লাটফর্ম এবং টিম এটলাসের আয়োজনে কক্সবাজারেই অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ রোবটিক্স সেমিনার। ৭ সেপ্টেম্বর, শনিবার, সকাল ৯টায় শহরের পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে এই ভিন্নধর্মী সেমিনার আয়োজিত হতে চলেছে।

এই সেমিনারে থাকছে-
১. উদ্বোধনী বক্তব্য ও কী-নোট সেশন:
সেমিনার শুরু হবে উদ্বোধনী বক্তব্য এবং কী-নোট সেশনের মাধ্যমে, যেখানে প্রযুক্তি বিশেষজ্ঞরা রোবটিক্সের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

২.হাতে কলমে রোবটিক্স কর্মশালা:
Code Black এবং Team Atlas এর নির্দেশনায় হাতে কলমে রোবট তৈরির কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা রোবট তৈরি এবং প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণাগুলো শিখতে পারবে।

৩. প্যানেল আলোচনা- রোবটিক্স এবং শিক্ষা:
বিশেষজ্ঞ প্যানেলিস্টরা রোবটিক্সের শিক্ষাক্ষেত্রে প্রভাব এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। শিক্ষার্থীরা তাদের প্রশ্ন করতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবে।

৪. রোবটিক্স প্রদর্শনী ও প্রতিযোগিতা:
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প এবং রোবটিক্স প্রতিযোগিতা প্রদর্শিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের প্রকল্প প্রদর্শন করবে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রতিক্রিয়া পাবে।

৫. পুরস্কার বিতরণী ও সমাপনী বক্তব্য:
সেমিনারের শেষ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের মধ্যে সেরা প্রকল্পগুলিকে পুরস্কৃত করা হবে।

সেমিনার সম্পর্কে আরো তথ্যের জন্য এবং নিবন্ধন করতে যোগাযোগ করতে পারেন নিচের মাধ্যমে-

ফোন: 01950300325
ইমেইল: mahmodulhasansajib@gmail.com
ওয়েবসাইট: www.topperplatform.com

পাঠকের মতামত: