কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়,দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত দু’টি হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায় এবং ২য় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (৯ জুন) বিকাল ৫টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ঈদ উপলক্ষে পৌরসভাসহ পুরো জেলায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং নিরাপদে ঈদের নামাজ আদায়ের ব্যাপারে আলাপ-আলোচনা হয়।

এসময় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম জানান, পৌরসভার ১২টি ওয়ার্ডে কোরবানির জন্যে স্থান নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, কোরবানির পশুর হাট এবছর খুরুস্কুল নতুন ব্রীজের পাশে বসানো হচ্ছে।

সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী সহ অন্যান্যরা।

পাঠকের মতামত: