কক্সবাজার, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

সদর থানার ওসি বলেন, এজাহার পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে

কক্সবাজার ডিসি কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই

কক্সবাজারের ডিসির কার্যালয়ের সামনে এক সাংবাদিককে মারধরের পর তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে অনলাইন সংবাদমাধ্যম ঢাকাপোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদের ওপর হামলার এ ঘটনা ঘটে।

এক ভিডিওতে দেখা যায়, সাইদুল ইসলাম ফরহাদ ডিসি কার্যালয়ের নিচতলায় সিঁড়ির পাশে দাঁড়ানো। তখন হঠাৎ পাঁচ থেকে সাতজন এসে প্রথমে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে মারধর করে ফরহাদের ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।

সাইদুল ইসলাম ফরহাদ বলেন, পেশাগত কারণে ডিসি কার্যালয়ে গিয়ে ছিলেন তিনি। হঠাৎ একদল লোক হামলা চালিয়ে তার ফোনটি ছিনিয়ে নেয়।

“কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। এরা মহেশখালী উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় মামলার এজাহার জমা দেওয়া হয়েছে।”

সদর থানার ওসি ফয়জুল আজিম বলেন, এজাহার পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

পাঠকের মতামত: