কক্সবাজার, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

কুতুপালংয়ে ২ রোহিঙ্গার দ্বন্দ্ব, ছুরিকাঘাতে প্রাণ গেল শিশুর

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গার মধ্যে ঝগড়া-বিবাদের জেরে ছুরিকাঘাতে এক শিশু নিহত হয়েছে।

আজ শুক্রবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন কুতুপালং বাজারে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
নিহত আবদুল হাফেজ (১৬) কুতুপালংয়ের ১ নম্বর লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের সন্তান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিবাদে জড়ানো ২ জন এবং নিহত শিশু সবাই কুতুপালং ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা। ওই দুজন কুতুপালং বাজারে একটি মাংসের দোকানে চাকরি করে।’

ওসি জানান, দুজনের ঝগড়া-বিবাদের এক পর্যায়ে ছুরির আঘাতে শিশুটি আহত হয়। বাজারে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

পাঠকের মতামত: