কক্সবাজার, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

ঘুমধুমে বিদেশী সিগারেটসহ রোহিঙ্গা যুবক আটক

ঘুমধুমের টিভিটাওয়ার এলাকা থেকে বিদেশী সিগারেটসহ রোহিঙ্গা যুবক আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।

সোমবার( ১৮ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই ধর্মজিৎ সিং’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘুমধুমের টিভি টাওয়ার চেকপোস্ট এর সামনে রাস্তার পাশে অভিযান পরিচালনা করে বিদেশী সিগারেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধারকৃত বিদেশী সিগারেটের আনুমানিক মুল্য মোট দেড় লক্ষ টাকা।
আটক আসামী নাম মুজিবুর রহমান (২৮)। সে উখিয়ার বালুখালী ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ বল্ক’র আব্দু শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা।

পাঠকের মতামত: