কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজারে চাকরি, পদ ২৯

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৩ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ২৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত দিতে হবে।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (বিজ্ঞানে স্নাতক অগ্রাধিকারযোগ্য) থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: লাইব্রেরি সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৭০ ও ৪৫ শব্দ প্রতি মিনিটে এবং টাইপে ন্যূনতম গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ প্রতি মিনিটে। কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: ডেসপাস সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: টাইপিস্ট/কপিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৩৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস। মোটরগাড়ি চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে। কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: জারিকারক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

১১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১২. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৩. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে

প্রার্থীকে সভাপতি, নিয়োগ–সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, প্রার্থীর বয়স, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সঠিক নাম–ঠিকানাসহ ২০ টাকার অব্যবহৃত ডাকটিকিট সংবলিত সাড়ে ৯ ইঞ্চি বাই সাড়ে ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম এবং লিগ্যাল সাইজের ৮০ গ্রাম অফসেট সাদা কাগজ ২০টি জমা দিতে হবে। খামের ওপরে অবশ্যই পদের নাম ও নিজ জেলা স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৯ থেকে ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ নম্বর কোডে জমা প্রদান করে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, নিয়োগ–সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

পাঠকের মতামত: