কক্সবাজার, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

টেকনাফে বদির সহযোগী মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে যৌথবাহিনীর অভিযানে নাশকতা মামলায় অভিযুক্ত জালাল আহমেদ নামে মাদক কারবারে সম্পৃক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের দাবি, জালাল উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত। গ্রেপ্তারের পর জালালকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে টেকনাফের লেঙ্গুরবিল এলাকা থেকে জালালকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মানবপাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক কারবার, ভূমি দখল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত: