কক্সবাজার, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে আবদুস সালাম প্রকাশ আজাদ (৩৭) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।   বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুস সালাম প্রকাশ আজাদ টেকনাফ পৌরসভার দুদু মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজাদকে চট্টগ্রামের বাকলিয়া থানার একটি মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। মামলা নং ০৭(১২)/১৬। এরপর থেকে তিনি পলাতক।

মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সালাম সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন।

সালামকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: