কক্সবাজার, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে একটি ইজিবাইক থেকে ৭০ হাজার ইয়াবা জব্দ করেছে র‌্যাব ১৫। এ সময় শামসুল আলম (৩৫) নামে এক যুবককে আটক করা হলেও পালিয়ে গেছে আরও ২ জন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক শামসুল আলম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘গোপন সংবাদে ব্যাটারি চালিত ইজিবাইক তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এ যুবককে আটক করা হয়েছে। অভিযানের আগেই তার সঙ্গে থাকা অপর ২ সহযোগী পালিয়েছে বলে তথ্য দিয়েছে আটক যুবক। এতে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ২ জনকে পলাতক আসামি ও আটকে সোপর্দ করে টেকনাফ থানায় মামলা হয়েছে। পলাতক ২ জনকে ধরতে অভিযান অব্যাহত আছে।’

পাঠকের মতামত: