কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

টেকনাফে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এসময় তিন মাদক কারবারিকেও আটক করে তারা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার আবদুল হাবিবের ছেলে মো. তারেক (২০), মৃত আক্তার কামালের ছেলে মো. শাহজাহান (৩০) ও আলী আকবরের ছেলে সৈয়দ হোসেন (৩০)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে অভিযান চালায় র‌্যাব। সেসময় হোয়াইক্যং এলাকা থেকে তিন জনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত অটোরিকশা তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দায় স্বীকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: