কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

টেকনাফ উপজেলায় আমন ধান কাটা পুরোদমে শুরু

টেকনাফ উপজেলায় আমন ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। কৃষকেরা ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। টেকনাফ উপজেলায় অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে লক্ষ্যমাত্রার চেয়ে আমন ধানের চাষ হয়েছে বেশি । ফলন উৎপাদন বেশী হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৫ শত ৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২ ত মেট্রিক টন চাল। কৃষি সম্প্রসারন অধিদপ্তর বিনামূল্যে আমন চাষিদের বীজ, কীটনাশক ও প্রশিক্ষণ প্রদান করেছে।

পাঠকের মতামত: