কক্সবাজার, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অগ্রণী ভূমিকা পালন করছে বিজিবি। দেশ সেবায় বিজিবি আরও এগিয়ে যাবে। সবার সহযোগীতায় সীমান্তে চোরাচালান দমনে সফল হবে বিজিবি।

রোববার (২৯ অক্টোবর) কক্সবাজারের টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মেহেদী হোসাইন কবির এসব কথা বলেন। এর আগে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাহল আহমেদ নোবেল, রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার বিজিবির গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুব আলম খান, মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন আসিফ কবির, উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক শিক্ষিকারা।

পাঠকের মতামত: