এদিকে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৭০২। সারা দেশে মারা গেছে ২৬৯ জন। এ ছাড়া গতকাল নতুন ভর্তি রোগীদের নিয়ে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ২২৫, যা এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
গতকাল পর্যন্ত এডিস মশাবাহিত রোগে এ বছর প্রাণ গেছে মোট ২৬৯ জনের। এক বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। বছরওয়ারি হিসাবে ২০২৩ সালে এক হাজার ৭০৫ জন, ২০২২ সালে ২৮১ জন এবং ২০১৯ সালে ১৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।
ডেঙ্গুর প্রকোপ থাকবে জানুয়ারি পর্যন্ত
কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, ডেঙ্গু এ বছর অন্যান্য বছরের মতো হবে না। নভেম্বর-ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশি থাকবে। জানুয়ারিতে গিয়ে ঠেকতে পারে।
তিনি বলেন, আজকের বৃষ্টির জমা পানিতে যে মশার জন্ম হবে, সেটির মৃত্যু হতে ডিসেম্বর চলে যাবে। এই সময়ে রোগটি ছড়াবে।
পাঠকের মতামত: