কক্সবাজার, শনিবার, ২০ জুলাই ২০২৪

তুমব্রুতে এসে পড়লো রকেট লঞ্চার: স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুর পশ্চিমকুলে উড়ে আসল মিয়ানমারের একটি রকেট লঞ্চার। সড়কেই পড়ে আছে ভয়ঙ্কর রকেট লঞ্চারটি। নিরাপত্তাজনিত কারণে বিজিবি সরিয়েছে আশপাশের বাসিন্দাদের।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরের দিকে রকেট লঞ্চারটি মিয়ানমার থেকে উড়ে এসে পড়ে।

ফটোসাংবাদিক হায়দার আলী বলেন, একজন নারী কৃষিকাজ করতে গিয়ে ক্ষেত থেকে কিছুক্ষণ আগে রকেট লঞ্চারটি কুড়িয়ে পেয়েছে। রকেট লঞ্চারটি বিজিবি উদ্ধার করে রাস্তার পাশে রেখেছে এবং চারিদিকে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।

বান্দরবান এবং কক্সবাজারের সীমান্ত এলাকায় সারাদিন গোলাগুলির তেমন শব্দ শুনা যায়নি। হঠাৎ রকেট লঞ্চারটি উড়ে এসে পড়ায় সেখানে আবারও আতংকিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

পাঠকের মতামত: