স্টাফ রিপোর্টার, উখিয়া:
উখিয়ার থাইংখালী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ সার্বিক বিষয় পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
সোমবার (৩ জুন ) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় তিনি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম, কম্পিউটার ল্যাব ও বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ রহিম হেলালি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। আরও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুল, প্রিয়সেন বড়ুয়া প্রমুখ।
এসময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শুকলাল দাশ, বুলবুল আক্তার, আবু বকর, মর্তুজা বেগম, রোকসানা বেগম, সাইদুর রহমান, শিহাব উদ্দিন, নুরুন্নাহার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বিশ্ব জয়ের হাতিয়ার ল্যাপটপের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি জ্ঞান আহরণ করে আগামী দিনে নতুন নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত: