কক্সবাজার, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

প্রতিপক্ষের গুলিতে ক্যাম্পে আরসার দুই সন্ত্রাসী নিহত

কক্সবাজারের উখিয়ার ইরানী পাহাড় ও বালুরমাঠ ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির (আরসা) দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।
নিহতরা হলেন- উখিয়ার কুতুপালংয়ের বালুরমাঠ ক্যাম্পের সাকিবুল হাসান ওরফে সানাউল্লাহ (৩৩) ও ইরানী পাহাড় ক্যাম্পের আহমেদ হোসেন (৩৬। তারা দুইজনই আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির সক্রিয় সদস্য বলে দাবি আইশৃঙ্খলাবাহিনীর।
১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান- সোমবার ভোররাতে উখিয়ার ইরানী পাহাড় ও বালুরমাঠ ক্যাম্পে পৃথকভাবে প্রতিপক্ষের লোকজন আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির সদস্যদের উপর গুলিবর্ষণ করে। এতে দুই সন্ত্রাসী সানাউল্লাহ ও আহমেদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তিনি আরও জানান- মরদেহ উদ্ধার ও ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনায় জড়িত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গেল কয়েক মাস ধরে ক্যাম্পে সক্রিয় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। তাদের সঙ্গেই সংঘর্ষ প্রাণ গেছে অর্ধ-শতাধিক আরসা সন্ত্রাসীর। এবারও তাদের হামলায় সানাউল্লাহ ও আহমেদ হোসেনের মৃত্যু হতে পারে বলে ধারণা রোহিঙ্গাদের।

পাঠকের মতামত: