কক্সবাজার, শনিবার, ২৭ জুলাই ২০২৪

প্রথম আঘাত হানলেন হাসান

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ লঙ্কানদের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামছে লাল-সবুজের দল। বাঁচা মরার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিং করছিলো শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। সাবধানতার সাথে ভালোই খেলছিলো তারা। শেষ পর্যন্ত প্রথম আঘাত আনলেন হাসান। অফ স্টাম্প লাইনে প্যাডের ওপর পেয়ে ঘুরিয়ে মারার পর ফুললেংথ থেকে বোলারস ব্যাকড্রাইভে চার। হাসান মাহমুদের ওপর চড়াও হয়েছিলেন করুনারত্নে। হাসান ঘুরে দাঁরালেন দুর্দান্তভাবে। দুর্দান্ত সিম পজিশন, লেংথ থেকে উঠছিল বলটা। স্টাম্প রক্ষা করতে ব্যাট বাড়াতে বাধ্য হলেন করুনারত্নে, তাতেই আউটসাইড-এজ। বাকি কাজটা উইকেটের পেছনে করেছেন মুশফিক। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন হাসান। শ্রীলঙ্কা তুলেছে ৩৪ রান।

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭ ওভারে ৩৯ রান। ব্যাটিং করছেন নিসাংকা ১২ রানে এবং মেন্ডিস অপরাজিত আছেন ৫ রানে।

পাঠকের মতামত: