কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

কুতুপালং বঙ্গবন্ধু অলিম্পিক বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথমার্ধে ৬ষ্ট খেলা সম্পন্ন

নুর মোহাম্মদ সিকদার::

উখিয়ার কুতুপালং যুব ক্রীড়া সংঘের আয়োজনে “বঙ্গবন্ধু অলিম্পিক বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’র প্রথম রাউন্টে’র ৬ষ্ট খেলায় টান টান উত্তেজনার মধ‌্যদিয়ে নির্ধারিত সময়ে কুতুপালং ফুটবল একাদেমী ০১ গোলে লম্বাশিয়া ফ্রেন্ডশীপ ফুটবল একাদশকে হারিয়ে জয় পান।

শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় আলিফ হাসপাতালের পশ্চিমের মিনি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

কুতুপালং যুব ক্রীড়া সংঘের সভাপতি জানে আলম জানুর সভাপতিত্বে ও কুতুপালং যুব ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুপালং বাজার ব‌্যবসায়ী সমিতির সদস‌্য বিশিষ্ট ব‌্যবসায়ী সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি, উখিয়া প্রেসক্লাবের সদস‌্য ইব্রাহীম মোস্তফা, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, সাবেক ছাত্র নেতা ও সংবাদকর্মী সেলিম উদ্দিন সেলিমসহ প্রমূখ।

এসময় আয়োজক কমিটির পক্ষে মিজান, আনিসুল মোস্তফা, জাহাঙ্গীর, একরাম,ইসমাঈল-১ মামুন, ইসমাঈল-২,জানে আলম, সালাহ উদ্দিন, রুবেল, নাছির , রিদুয়ান,মাহবুব আলম,হেলাল, আহাম্মদ উল্লাহ, মোঃ সোহেল,আবুল হাসেম, সাইফুল, আহাম্মদ উল্লাহ রিয়াদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে খেলায় অংশ গ্রহণ করেন কুতুপালং ফুটবল একাডেমী বনাম লম্বাশিয়া ফ্রেন্ডশীপ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কুতুপালং ফুটবল একাদেমী ০১ গোলে লম্বাশিয়া ফ্রেন্ডশীপ ফুটবল একাদশকে হারিয়ে জয় পান।

খেলায় সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাদ্দাম হোসেন। উক্ত খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর সদস‌্য সিরাজুল ইসলাম ও সঞ্চালনায় বাবুল আহাম্মদ।

পাঠকের মতামত: