কক্সবাজার, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

বিশ্ব শিক্ষক দিবসে ঠাকুরগাঁও আর কে স্টেট স্কুলে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র-ছাত্রীরা

শিক্ষক হলেন গুরুজন,

করেন শিক্ষাদান।
তাদের মোরা করবো সেবা রাখবো তাদের মান।

বিশ্ব শিক্ষক দিবস ০৫ অক্টোবর। ১৯৯৪ সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।
এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য, কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় হতে দেওয়া বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের সম্মান ও শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে এবং সচেতনতা তৈরীর জন্য প্রাক্তন ও বর্তমানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে র‌্যালি, সভা ও সেমিনারের আয়োজন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

পাঠকের মতামত: