বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারও ভর্তি ফি আগের মতোই রাখা হয়েছে।
বুধবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন ফি ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হয়।
সভা সূত্রে জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি বুয়েটের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা হবে ৯ মার্চ। ‘ক’ গ্রুপের আবেদন ফি এক হাজার টাকা। আর ‘খ’ গ্রুপের ভর্তি আবেদন ফি এক হাজার ২০০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সদস্য বৃহস্পতিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি ফিসহ অন্যান্য বিষয়ে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। রমজানের কারণে চূড়ান্ত পরীক্ষার তারিখ এগিয়ে আনা হয়েছে। এছাড়া সবকিছু আগের মতোই থাকছে। শিগগিরই ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’
জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে।
পাঠকের মতামত: