কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

মহেশখালীতে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমিতে তৈরি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজারের মহেশখালীতে সরকারি খাস খতিয়ানের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজবির হোসেন অভিযান চালিয়ে কোটি টাকা মুল্যের সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে। এসময় বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজবির হোসেন জানান, উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আনছারুল করিম গং অবৈধভাবে সরকারি খাস খতিয়ানের জায়গায় রাতারাতি স্থাপনা নির্মাণ করে। এ বিষয়ে খবর পেয়ে প্রশাসনিক ভাবে অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয় এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

তিনি আরো জানান, সরকারি খাস খতিয়ানের জায়গায় যারা স্থাপনা নির্মাণ করছে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: