কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মাদকের বিরুদ্ধে শপথ নিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে মাদককে না বলে উন্নত চরিত্র গঠনের শপথ নিলো শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ (কুমিল্লা) আয়োজনে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংকে না বলে দেশপ্রেমে জাগ্রত হতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলাতলী আদর্শ উচ্চ বিদালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুক আরা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় সদস্য সামিয়া আক্তার প্রমুখ।

শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

সংগঠনটি টিফিনের পয়শা বাঁচিয়ে সারাদেশে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। গত ১২ বছরে সংগঠনটি ৩৯ লাখ শিক্ষার্থীদের ভালো মানুষ হতে শপথ পাঠ করিয়েছেন।

পাঠকের মতামত: