নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের রামু সেনানিবাসে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ গলফার্স কমিনিউটির উদ্যোগে কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে৷
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফাইনাল খেলা সম্পন্ন হয়৷ গত ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে সর্বমোট ৫৫ জন পুরুষ গলফার এবং ১২ জন মহিলা গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে একটি বর্নাঢ্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার এর প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম,
এসময় আরও উপস্থিত ছিলেন আইসিএবি/ সিএ বাংলাদেশের সভাপতি মারিয়া হাওলাদার সহ সহযোগিতা করেন বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল গলফার।
পাঠকের মতামত: