কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

রেলক্রসিং পার হওয়ার সময় পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলক্রসিং পার হওয়ার সময় একটি পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা লাগে। এতে দুই পুলিশ সদস্য ও এক আনসার সদস্য নিহত হয়েছেন। এছাড়াও ওই ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছলিমপুর-ফকিরহাট অংশে এ ঘটনা ঘটে.

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট অংশে রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এছাড়া, গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: