কক্সবাজার, রোববার, ১ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে জবাই করে হত্যা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে জবাই করে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানিয়েছেন,ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন ডি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৪ এক্সটেনশন ডি-৪ ব্লকের বাসিন্দা অলি আহমেদ এর ছেলে নূর মোহাম্মদ (৩১) প্রকাশ মৌলভী নুর মোহাম্মদ(৩১)।

জানা যায়, বুধবার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এর ডি ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদ। একদল রোহিঙ্গা সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে নুর মোহাম্মদকে জবাই করে হত্যা করেন। হত্যার পর পাশ্ববর্তী একটি পাহাড়ে রেখে যান।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যাম্পে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত: