কক্সবাজার, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের সাথে আরসার গুলি বিনিময়

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলীর রোহিঙ্গা আশ্রয় শিবিরে র‍্যাব-১৫ সদস্যদের সাথে কথিত সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)’র সদস্যদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে রাত সাড়ে দশটার দিকে এক ক্ষুদে বার্তায় দাবী করেছেন র‍্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

আরসা সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতা মূলক কর্মকাণ্ডের পরিকল্পনার প্রেক্ষিতে র‍্যাবের অভিযান পরিচালনার সময় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বিস্তারিত বিষয় নিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় র‍্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত: