নিজস্ব প্রতিবেদক:
বুধবার (২০ মার্চ) কক্সবাজারে সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সুইডেনের রাজকুমারী কক্সবাজার সফর উপলক্ষে
কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীন ইমরান মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪ ইং) এক গণ বিজ্ঞপ্তি জারী করে এ ঘোষণা দেন।
জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও সুইডেনের রাজকুমারী’র সফরের সময় নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যারা আদেশ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
পাঠকের মতামত: