কক্সবাজার, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ২ মামলা

লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশ ও অপরটি সেনাবাহিনী বাদী হয়ে করেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, ডাকাতি ও হত্যার অভিযোগে করা মামলাটির বাদী সেনাবাহিনী। অস্ত্র আইনে মামলাটি করেছে পুলিশ।

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। মামলায় ছয় জন গ্রেপ্তার রয়েছেন।’

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।

 

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোরের দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালে কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন তরুণ সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন। গতকাল সকাল ৯টায় কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ টাঙ্গাইল জেলার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়।

পাঠকের মতামত: