কক্সবাজার, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

২৭ বছর পর হ ত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চকরিয়ায় ২৭ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হক (৪৮) কে গ্রেফতার করেছে। বুধবার (৪ অক্টোবর) ভোরে হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলেমান খানের নেতৃত্বে বরইতলী ইউনিয়নের পহরচাঁদার পাহাড়ি জনপদ মছনিয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল হককে গ্রেফতার করেছে। আব্দুল হক বরইতলী ইউনিয়নের পহরচাঁদার মছনিয়াকাটা এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার বলেন, ১৯৯৬ সালে বরইতলী ইউনিয়নে সংগঠিত একটি হত্যাকান্ডের ঘটনায় চকরিয়া থানায় মামলার (জিআর মামলা নং ৩০৪/৯৬) এজাহারনামীয় আসামি আব্দুল হক।
তিনি বলেন, মামলার রায়ে আদালতের বিজ্ঞ বিচারক এজাহারনামীয় আসামি আব্দুল হককে যাবজ্জীবন কারাদন্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন। মুলত ১৯৯৬ সালে সংগঠিত হত্যাকান্ডের পর পুলিশের গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৭ বছর এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন আসামি আব্দুল হক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, বুধবার ভোর রাত তিনটার দিকে গোপন সংবাদে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হক এলাকায় এসেছে নিশ্চিত হয়ে হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলায়মান খাঁনকে নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, পুলিশ দল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ৫ অক্টোবর গ্রেফতারকৃত আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পাঠকের মতামত: