কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

অক্সফোর্ড কর্তৃক প্রস্তাবিত COVID-19 ভ্যাক্সিন এর আশাজাগানিয়া সাফল্য

অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রস্তাবিত ভ্যাক্সিনটি খুবই প্রমিজিং রেসাল্ট দেখাচ্ছে। Phase I & II trial এর ফলাফল অলরেডি মেডিক্যাল সায়েন্সের বিশ্ববিখ্যাত জার্নাল, Lancet এ প্রকাশিত হ​য়েছে। প্রাথমিকভাবে ১০৭৭ জন রোগীর উপর এই ট্রায়াল সম্পন্ন করা হ​য়। ফলাফলে ভ্যাক্সিনটি অনেক নিরাপদ ও সহনীয় প্রমানিত হ​য়েছে। সবচেয়ে পজিটিভ নিউজ হল – এই COVID-19 ভ্যাক্সিনটি দারুনভাবে ইমিউনিটি বোস্ট-আপ করতেছে। খুবই শক্তিশালী ইমিউন রেসপন্স দিচ্ছে। Immune response (ইমিউন রেসপন্স) এ- T Cell নামক যে সেলটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে – সেইটি ব্যাপক সাড়া প্রদান করতেছে, আলহামদুলিল্লাহ! Vaccination তথা ভ্যাক্সিন প্রদানের ১৪ দিনের মধ্যেই এই সাড়া মিলতেছে। ফলশ্রুতিতে এর কিছুদিনের মধ্যেই চম​ৎকার এন্টিবডি রেসপন্স দেখা দিচ্ছে। এন্টিবডির প্রপার রেসপন্স এর উপর সাফল্য নির্ভর করে। অধিকন্তু, ডোজের উপর এনালাইসিস করে দেখা গেল​- ডোজ বাড়ালে ইমিউন রেসপন্সও বাড়তেছে! আসলে, ট্রায়ালের বিভিন্ন স্টেপের মধ্যে অভুতপুর্ব সমন্ব​য় ও দারুন সব আশাজাগানিয়া ফলাফলের মাধ্যমে- আমরা খুব ভাল কিছু প্রত্যাশা করতেই পারি।

এখন​, Phase lll trail এর কাজ শুরু হ​য়েছে। এই ট্রায়াল চলতেছে আমেরিকা, ব্রাজিল​, সাউথ আফ্রিকাসহ আরো কিছুদেশের অন্তত ৩০,০০০ পেশেন্ট এর উপর! আশা করছি, বেশ ভাল ফলাফল আসবেই। তারপর, অচিরেই হ​য়ত আমরা করোনা ভাইরাস মোকাবেলার হাতিয়ার পেয়ে যাব​, ইন্শা-আল্লাহ। আল্লাহ সহায়!!!

লেখক: মোহাম্মাদ নুরুল আমিন​,
সহকারী অধ্যাপক, ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ​, অতিশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ

পাঠকের মতামত: