কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

অন্ধ্রপ্রদেশে বন্যায় মৃত্যু বেড়ে ৩৪

ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। বন্যায় বেশ কিছু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে মৃত সবার পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রবল এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ ছাড়া ২৪ ও ২৫ নভেম্বর তামিলনাড়ু, পদুচেরি এবং কারাইকাল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

পাঠকের মতামত: