কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

অলিন্দ ফাল্গুন : রাইসুল

কবি রফিকুল ইসলাম রাইসুল

স্নিগ্ধ ফুলের মাঝে,
নিপট ফাল্গুন সেজে।
শূন্যতা থেকে পূর্ণতা খুঁজে,
হৃদয়ের দখিন দুয়ারে সুভাষ বুঝে।
সুভাষী এসেছে মলাটে পুষ্প গেঁথে,
তাজ্জব অন্দরে বিস্ময় মেতে।
কৃষ্ণচূড়া জমেছে শিশিরে,
নয়নতারা কহিলো দীপ্ত আবিরে।
ব্যথা দ্বিধা ভুলে সৌষ্ঠব হউক মন-মন্দিরে।

পরশে আঙিনায় আসিলো বসন্ত,
মনের আকাশে ছুঁয়েছে চাকচিক্যের দিগন্ত।
কষাটে কষ্টগুলোর দেয়াল জুড়ে নামুক তেজদীপ্ত ফাল্গুন, নিভে যাক ধুয়ে যাক শৃঙ্খল ছেঁড়া প্রেমিকের বুকের কটমটে আগুন।
গ্রেনেড অস্ত্রের মুখে পড়ুক তালা,
মুগ্ধতা বেয়ে নিপীড়ন উৎপীড়ন মুক্তি পাক,
মানুষের প্রান্তরে উৎকূলিত হউক শান্তির মালা।

কবি ফিরে আসুক নীড়ে,
শব্দরা ঘায়েল হউক কবিতার ভিড়ে।
শিল্পী ফিরে পাক বটতলা,
প্রকৃতি ফিরে পাক প্রাণবন্ত আভা,
শিক্ষক উচ্চস্বরে বকবক করে ভাঙুক গলা।
এই অবেলায় ফাগুনের দিন,
মনে যে বড়ো প্রত্যুত্তর উদাসীন,
ফিরিয়ে আসুক স্বর্ণালী প্রেমেভরা বীন।

পাঠকের মতামত: