কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

অ্যামনেস্টির বিবৃতি, আইএসপিআরের প্রতিবাদ

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনেশনালের একটি বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)৷ ডয়চে ভেলে বিবৃতিটির অংশবিশেষ প্রকাশ করেছিল৷

অ্যামনেস্টির বিবৃতি উদ্ধৃত করে ডয়চে ভেলে বাংলা ওয়েবসাইটে ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়, তিনশ’ থেকে চারশ’ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার৷ তবে রোহিঙ্গাদের অনেকেই চরটিতে যেতে রাজি নয় বলে জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি৷

আইএসপিআর প্রতিবাদলিপিতে জানিয়েছে যে ভাসানচরে স্থানান্তরের জন্য রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়ায় যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে এবং এটি স্বপ্রণোদিত৷ স্থানান্তর প্রক্রিয়া স্বপ্রণোদিত করতে বাংলাদেশ সরকার তার প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছে৷ ডি-ডবলিউ

পাঠকের মতামত: