কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হতে পারে আজ

আফগানিস্তানে তালেবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা হতে পারে আজ। এর আগে চারজন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে তালেবানের পক্ষ থেকে। নিয়ন্ত্রণের তিন সপ্তাহ পর সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় তালেবান কর্তৃপক্ষ।

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে এখন চলছে তালেবান সরকার গঠনের সর্বোচ্চ প্রস্তুতি।

সংগঠনটির সর্বোচ্চ নেতা হেবায়েতুল্লাহ আখুন্দজাদার হবেন দেশটির প্রধান নেতা। তার ডেপুটি থাকবেন তিনজন। তারা হলেন শীর্ষ নেতা মোল্লাহ আব্দুল গনি বারাদার, প্রভাবশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজিুদ্দিন হাক্কানি, এবং প্রয়াত নেতা মোল্লা ওমরের ছেলে মৌলবী ইয়াকুব। এ ছাড়া আগেই ঘোষিত চার মন্ত্রী হলেন অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করে নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের। একই সঙ্গে আফগানিস্তানে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় তালেবানের।

এদিকে এমন পরিস্থিতিতে পানশিরে নিয়ন্ত্রণে নিতে তালেবান ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। আর কাজের অধিকারের দাবিতে হেরাতে বিক্ষোভ করেছেন নারীরা।

আফগানিস্তানে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলার দাবি করেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মোত্তাকি। তিনি সেখানকার বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সব আফগানের আবাসস্থল।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পাঞ্জশিরে প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঞ্জশিরের শোতুলে ওয়াহেদ খান নামের একজন প্রথম শহীদ হয়েছেন। শোতুল একটি খাড়া উপত্যকা যেটি আবার পাঞ্জশিরে ঢোকার মুখেই অবস্থিত। এই বক্তব্য তালেবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদের পাঞ্জশিরের তালেবান ঢুকে পড়ার ঘটনার সত্যতা বলে দেয়।

এদিকে জাতীয় প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো সবকিছু তাদের দখলে রয়েছে এবং শোতুল শহর দখলে পুনরায় দল পাঠানো হচ্ছে।

এর আগে বুধবার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলার দাবি করেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মোত্তাকি। তিনি সেখানকার বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সব আফগানের আবাসস্থল।

এক অডিও বার্তায় আমির খান মুত্তাকি বলেন, পাঞ্জশিরের যোদ্ধাদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। তাদের আত্মসমর্পণে আগ্রহী করে তুলতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত ১৫ আগস্টে তালেবানের হাতে আফগান রাজধানী কাবুলের পতনের পর পার্বত্য উপত্যকাই একমাত্র প্রদেশ যেটি এখনও দখল করতে পারেনি তালেবান। যদিও পার্শ্ববর্তী বাগলান প্রদেশে তালেবান ও স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই চলছে।

সোভিয়েতবিরোধী মুজাহিদিন কমান্ডার আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ পাঞ্জশির উপত্যকায় স্থানীয় মিলিশিয়া ও সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর অবশিষ্ট কয়েক হাজার সদস্যের নিয়ে তালেবানবিরোধী বাহিনী গড়ে তুলেছেন।

আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদি বলেন, পাঞ্জশিরে রাতের বেলার হামলায় তালেবান পিছু হটেছে। এতে ৩৪ তালেবান সদস্য নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন।

পাঠকের মতামত: